১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দুর্ঘটনাজনিত মৃত্যুতে শোকের ছায়া
Reporter Name
- Update Time : ০৩:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৪৬ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ অক্টোবর ২০২৫ ইং রোজ শবিবার দুপুর পৌনে ১২ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া নামক এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত এ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসকের সাথে আমি কথা বলে নিশ্চিত হয়েছি। রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটর সাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মটরসাইকেল চালক শহিদুলের মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাসিম উদ্দিন আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পরে যায়। তাকে কর্দমাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পরে যায়। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে তিনি জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে তার মৃত্যুর খবরে রাজাপুর সাংবাদিক ক্লাব, বড়ইয়া ডিগ্রি কলেজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং দলমত নির্বিশেষে সকল মহলসহ পুরো উপজেলা জুড়ে শোক বিরাজ করছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। শোকে মুহ্যমান বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল জানান, তাকে হাড়িয়ে ভাষা হাড়িয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারন মানুষের ভরসাস্থল। দলের অপূরনিয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন। অদ্য বাদ আসর বরিশালে প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব নেছারাবাদ কামিল মাদ্রাসা ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং২৬ অক্টোবর
রোববার সকাল ১০ টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ঝালকাঠিবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Tag :
























