১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে মাছ ধরতে পানিতে ডুব দিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

Reporter Name
- Update Time : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৮৬ Time View
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ঝালোবাড়ি মাদ্রাসা সংলগ্ন খালে গত শুক্রবার গোসলের সময় মাছ ধরতে নেমে নিখোঁজ হয়েছিলো কলেজ ছাত্র শামীম হোসেন (১৯)। নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ শনিবার দুপুর সাড়ে বারটার দিকে একই স্থান থেকেই তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
জানা যায় শামীম ওই এলাকার ব্যবসায়ী মানিকের ছেলে। সে রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে নামেন শামীম। এই সময়ে মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি।
পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এক পর্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার সকালে এলাকাবাসী ও স্বজনরা মিলে খোঁজাখুঁজি করলে, এক পর্যায়ে ছেলের দুলাভাই মতিউর রহমান ওই একই স্থান থেকে দুপুর সাড়ে বারটার দিকে শামীমের মরদেহ উদ্ধার করে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আমরা খবর পেয়েছি মৃত দেহ পাওয়া গেছে পুলিশ।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
Tag :