০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অগ্নিকাণ্ডে নিহত
Reporter Name
- Update Time : ০১:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২১ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটির প্রতাপ এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের সোমবার বিকেলে আনুমানিক ৫ টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৪৫৩৬) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার সাথে ঘর্ষণে মুহূর্তেই আগুনে ধরে এবং পরবর্তীতে আগুন সাকুরা পরিবহনেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে মোটরসাইকেল আরোহী তোফাজ্জল হোসেন (৫০) নিহত হন এবং বাসে থাকা একাধিক যাত্রী অগ্নিদগ্ধ ও আহত হন।
নিহত তোফাজ্জেল হোসেন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতাপ বাজার এলাকায় সংযোগ সড়ক হতে খুলনা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল নিয়ে উঠার সময় বরিশালগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৪৫৩৬) সাথে ধাক্কা লেগে মোঃ তোফাজ্জল হোসেনের মোটরসাইকেলটির এতে তিনি রাস্তায় ছিটকে পরে
গুরুতর আহত হয় এবং মোটরসাইকেল টি বাসের চাকার সাথে বেধে যায় এতে মোটরসাইকেলটিতে আগুন ধরে এবং বাসটিতেও ছড়িয়ে পরে। আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধারকরে স্থানীয়রা মিলে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে পরে তিনি রাতে হাসপাতালে মৃত্যু বরন করে।
এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, আহত ব্যক্তিক শেরেবাংলা মেডিকেল বসে মৃত্যু বরন করেছে শুনেছি। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag :

























