জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজন গণভোট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
- Update Time : ০৪:৫১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৮৮ Time View
জাতীয় ঐক্যজোটের ঘোষিত জাতীয় সংহতি সমাবেশ বাস্তবায়নে পুরানা পল্টনস্থ তাজমহল রেস্টুরেন্টে জোটের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাওলানা আলতাফ হুসাইন মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন ৫ই আগস্ট এর পর থেকে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো পরস্পরের মাঝে কার্যত বিভাজিত হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর বিভাজন লক্ষ্য করা যাচ্ছে প্রতিরক্ষা বাহিনী প্রশাসন সর্বক্ষেত্রে বিভাজন পরিলক্ষিত হচ্ছে এটা দেশের জন্য অশনি সংকেত সবাইকে উপলব্ধি করতে হবে আমাদের চতুর্পাশে শত্রু রাষ্ট্র যেকোনো সময় দেশের আকাশে কালো মেঘের ছায়া নেমে আসতে পারে সবাইকে এই মুহূর্ত থেকে সতর্কতা অবলম্বন করতে হবে পরস্পরের মাঝে বিভাজিত না হয়ে আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য রাষ্ট্র উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর এর প্রধান হাতিয়ার হল জুলাই সনদ এর বাস্তবায়ন আর এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে প্রয়োজন গণভোট অন্তর্বর্তী কালীন সরকারকে দ্রুত গণভোটের ব্যবস্থা করতে হবে গণভোট ছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যাবে সেক্ষেত্রে জাতীয়ঐক্যমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে যেই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে এবং যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের স্বাক্ষর করবেন এটার বৈধতা নিয়ে জনমনে ইতিমধ্যে প্রশ্ন তৈরি করেছে অতএব গণভোট ছাড়া জুলাই সনদের স্বাক্ষরের বৈধতা কতটুকু যুক্তিসঙ্গত হবে সেই প্রশ্ন থেকে যায় এই জন্য জুলাই সনদ এর সাক্ষরতার পূর্বে গণভোটের ব্যবস্থা করা অতীব জরুরী সভায় বক্তব্য রাখেন জাতীয় ঐক্য জোটের প্যানেল প্রধান সমন্বয়কারী সাখাওয়াত হোসেন শুভ জোটের মিডিয়া সেল সমন্বয়কারী প্রফেসার সিদ্দিকুর রহমান নতুন নিবন্ধন প্রাপ্ত দল জাতীয় ঐক্য জোটের অন্তর্ভুক্ত বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মাহাবুবুল আলম বাংলাদেশ ওলামা-মাশায়েখ পার্টির চেয়ারম্যান মাওলানা শরিফ হাজারী বাংলাদেশ ইসলামী জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজহারুল ইসলাম আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের আহ্বায়ক শওকত আমিন গণ আজাদী লীগের চেয়ারম্যান আতাউল্লাহ খান ইসলামী জনকল্যাণ পার্টির মহাসচিব আনোয়ার হোসেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, গ্রামীণ বাংলা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মজিবুর রহমান, বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া,ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম সাংবাদিক স্থপতি তাইফুর রহমান রাহি, ইসলামী শরীয়ত পার্টির চেয়ারম্যান মাওলানা ইলিয়াছ আতাহারি, সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।

























