জুলাই সনদে ইসলামী মূল্যবোধ ও ইসলামপন্থিদেরকে অবজ্ঞা করা হয়েছে ——-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

- Update Time : ০৪:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৬০ Time View
জুলাই সনদে ইসলামের আদর্শ-এর প্রতি ন্যুনতম সম্মানবোধ করা হয়নি। শাপলা ট্রাজেডী, ওলামায়ে কেরামের অবদানকে আনা হয়নি। দেশবিরোধী বিডিআর হত্যাকান্ডের বিষয়টি না এনে প্রক্ষান্তরে আওয়ামী লীগ ও ভারতকে খুশি করা হয়েছে। সংখ্যাগরিষ্ট ৯২% মুসলমানের প্রাণপ্রিয় আদর্শ বা ধর্ম ইসলামকে চরমভাবে অবজ্ঞা করা হয়েছে। এতে মুসলমানরা হতাশ। দ্বিতীয় বিপ্লবের ডাক ছাড়া কোন উপায় নেই। বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী।
তিনি বলেন, জুলাই বিপ্লবে আলেম ওলামা ও ধর্ম প্রাণ মুসলমানদের আত্মত্যাগের কোন মুল্যায়ন ও স্বীকৃতি দেয়া হয়নি। এই সরকার রাষ্ট্র, সমাজ, প্রশাসন ও রাজনীতি থেকে ৫৪ বছরের জঞ্জাল দুর করার তাকিদ থেকে সৃষ্ট গণঅভ্যুত্থানের ফলে গঠিত সরকার। নির্বাচন অবশ্যই হতে হবে তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই জুলাই সনদের বিষয়ে কোন সুরাহা না করেই নির্বাচনের প্রতি যাত্রা জাতির জীবনে জুলাই অভ্যুত্থানের পুনরাবৃত্তিকে অপরিহার্য করে তুলবে। জুলাই সনদ ঘোষণার তারিখ নির্ধারণ করুন। তার আইনীভিত্তি নিশ্চিত করুন এবং তারই ভিত্তিতে নির্বাচন আয়োজন করুন।
তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার তারিখ পুনরায় নির্ধারণ করুন, ইসলামকে জাতীয় আদর্শ ঘোষণা করুন। আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবদানের স্বীকৃতি দিতে হবে।