চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকা নিয়ে পালিয়েছে এনজিও মালিক গ্রাহকরা সর্বস্বান্ত

- Update Time : ১১:৩১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ১৬২ Time View
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃএনজিওর এপরিচালক গ্রাহকের ১০ কোটি টাকা নিয়ে পালিয়ে আত্মগোপন করেছে ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাশেরহাট বাজারের উন্মুক্ত আদর্শ সমাজ উন্নসন সংস্থায় । জানাগেছে, গত ২০১৫ সালে চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে (চাঃ নবাব-৪৯২/১৫) খাশের হাট বাজারে কার্যক্রম শুরু করে। উচ্চ লাভের (লা খেমাসে ১২৫০ টাকা) প্রলোভন দিমে টাকা সংগ্রহ করতে থাকে। এনজিওর কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় আরও কয়েকটি অফিস খোলে এবং ১০ কোটি টাকার অধিক টাকা পুঁজি সংগ্রহ করে। ইতোমধ্যে মেয়াদী টাকার হিসেব প্রায় পূর্ণ হয়ে আসলে ১০ টাকা নিয়ে মালিকেরা অফিসে তালা ঝুলিয়ে আত্মগোপন করে। ফলে গ্রাহকরা তাদের টাকা হারিয়ে মানসিক দুশ্চিন্তা, হতাশা গ্রস্থ মানবেতর জীবন-যাপন করছে। এদিকে ঋণ গ্রহীতাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য গ্রহকের অজান্তে কার্য কার্যনিবাহী কমিটির সদস্য বানিয়ে রিপাকে ফেলেছে। এমনটি ঘটেছে ঋন গ্রহীতা মোসাঃ মায়মুনার ক্ষেত্রে। সে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার একজন লোন গ্রহীতা। তার অজান্তে মোবাইল নম্বর ও স্বাক্ষর জালিয়াতি করে। এদিকে গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা আদায়ের জন্য পরিচালক মোঃ শহিদুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলা দায়ের করায় সোমাঃ মায়মুনা খাতুন বিপাকে পড়েছে। মোসাঃ মায়মুনা খাতুন একজন মাদ্রাসা শিক্ষক।
এব্যাপারে কয়েকজন গ্রাহক আমাদের সংবাদদাতাকে জানান, তারা বেশী লাভের আশায় বাড়ীতে কষ্ট করে জমানো টাকা উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থায় জমা দিয়েছিল। আবার কেছ বলছেন ,মেয়ে বিয়ে, ছেলে-মেয়ে পড়ানোর জন্য বাড়ীর গরু, ছাগল, কাঠের গাছ , আম বাগন ও জমি বিক্রয় করা টাকা জমা দিয়েছি । কিন্তু পরিচালক মোঃ শহীদুল ইমলাম আমাদের টাকা নিয়ে পালিয়ে যাওযায় আমাদের পারিবারিক অশান্তি বাড়ছে। আমারা (মাবাইল সহ ফোন ভাবেই সোগাযোগ করতে না পারায় হতাশ হচ্ছি। আমরা আমাদের টাকা ফেরত চাই। এবং পরিচারকসহ তার সহযোগীদের বিচার চাই। বলে জানা গেছে)