চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক কে হামলার শিকার

- Update Time : ০১:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ১৯৪ Time View
মোঃ নাসির উদ্দিন, রাজশাহী :চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে আকবর আলী (৫০) নামের এক প্রবীন সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। পহেলা এপ্রিল গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কাটা ও মাথায় বড় ধরনের ক্ষতের (হাসুয়ায় কাটা) চিহ্ন আছে। এছাড়াও তার ডান পাঁয়ের গোড়ালীতে ধারালো অস্ত্রের আঘাত আছে।
রামেক হাসপাতালে আহত সাংবাদিক আকবর আলী জানান, সে বিজয় ৭১ এর সম্পাদনা করেন। এর আগে তিনি আজকালের খবর পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কাজ করতেন। মঙ্গলবার (পহেলা এপ্রিল) রাতে শিবগঞ্জ উপজেলার বাকরোলী বাজারে রাত ৯ টার দিকে বসে ছিলেন। রাত বাড়তে থাকায় তিনি বাজার থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন। বাজার থেকে এক দেড়শত গজ সামনে যেতেই বায়েজিদ নামে এক ব্যক্তিসহ বেশ কয়েকজন আমার সামনে এসে ঘিরে ধরে ও কোন কথা না বলেই এলোপাতাড়ি মারধর শুরু করে। বায়েজিদ একই এলাকার মোজাম্মেল হক মিছুর ছেলে। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে চিৎকার করলে আশেপাশে থেকে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপরে হামলাকারীরা আহত সাংবাদিকের বাড়ি গিয়েও হামলা চালায়।
স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় আমাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় রামেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
আহত সাংবাদিক আকবর আলী জানান, হামলাকারীরা বায়েজিদের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে বছর খানেক আগে ঝামেলা হয়েছিল। সে সময়ও তার পরিবারের উপর হামলা করেছিল। এঘটনায় আদালতে মামলা চলমান। তারা মামলা তুলে নিতে আমাকে চাপ দিচ্ছিল। আমি মামলা না তুলে নেয়ায় আবার তারা এভাবে হামলা করেছে।