০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় উদ্বিগ্ন বাংলাদেশ ন্যাপ

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১৫৩ Time View

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত ফ্যাসীবাদী শক্তি আওয়ামী লীগের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। গোপালগঞ্জের মানুষ ভালো করে বুঝতে হবে, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজেও নিরাপদ জায়গায় চলে গেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও তাদের আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী দেশবাসী সকলে।

তারা বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর ও এনসিপি কার্যলয়ের সামনে ককটেল বিষ্ফোরন, বর্বরোচিত হামলা, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই নগ্ন বহিঃপ্রকাশ মাত্র।

নেতৃদ্বয় বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়তে বাধ্য।

বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

One thought on “গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় উদ্বিগ্ন বাংলাদেশ ন্যাপ

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় উদ্বিগ্ন বাংলাদেশ ন্যাপ

Update Time : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত ফ্যাসীবাদী শক্তি আওয়ামী লীগের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। গোপালগঞ্জের মানুষ ভালো করে বুঝতে হবে, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজেও নিরাপদ জায়গায় চলে গেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও তাদের আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী দেশবাসী সকলে।

তারা বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর ও এনসিপি কার্যলয়ের সামনে ককটেল বিষ্ফোরন, বর্বরোচিত হামলা, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই নগ্ন বহিঃপ্রকাশ মাত্র।

নেতৃদ্বয় বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়তে বাধ্য।

বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।