গোদাগাড়ীতে ব্যবসায়ীদের সাধারণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৫৪ Time View
স্টাফ রিপোর্টার:-মো:আতিকুর রহমান :গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া ব্যবসায়ী (বণিক) সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মত সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হলো এবারও। মাওলানা নজরুল ইসলামের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভাটি আরম্ভ করা হয়।
৩১ অক্টোবর ( শুক্রবার ) বিকাল ৩ টায় সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় গোদাগাড়ী উপজেলা মিলানায়তনে ব্যবসায়ীদের একত্রিত করে উম্মুক্ত সাধারণ সভায় ২০২৫ সালের আয়- ব্যয়ের হিসাব সকল সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।
ডাইংপাড়া ব্যবসায়ী ( বণিক) সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কর্মকর্তা ফয়সাল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ জিগার হাসরত,গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
সভাপতির বক্তব্যে ডাইংপাড়া ব্যবসায়ী ( বণিক) সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন বলেন, “আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল
সুদকে করেছেন হারাম “। আমরা ব্যবসায়ীগণ সবসময় খেয়াল রাখবো যেন ক্রেতা গণ পন্য কিনে না ঠকে। ব্যবসায় শুধুমাত্র মুনাফা অর্জনই নয় এই ব্যবসার মাধ্যমে সমাজের উন্নয়ন সহ সেবা করাও সম্ভব। আপনারা কাস্টমারের সাথে সুন্দর আচরণ করবেন এতে করে কাস্টমার যেমন খুশি হবেন, আল্লাহ তেমনই আপনার উপর খুশি হবেন।
দোকান ঘর ভাড়া ও জামানত সংক্রান্ত কিছু সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের গোদাগাড়ী ডাইংপাড়া এলাকার দোকান গুলোতে অতিরিক্ত ভাড়া ও জামানত সংগ্রহ করে থাকেন মালিকরা। এছাড়াও অতিরিক্ত পৌর করের বোঝা টানতে সমস্যার সম্মুখীন হই আমরা। এসব সমস্যা নিরসনে দোকান মালিক ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।














