গুম ও খুনের সরকার কায়েম করেছিল হাসিনা
গুম ও খুনের সরকার কায়েম করেছিল আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা : সানজিদা ইসলামতুলি

- Update Time : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ১৩৯ Time View
আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে একটি গুম খুনের সরকার কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন মায়ের ডাক এর সানজিদা ইসলাম তুলি।
শনিবার (২৯ মার্চ) তেজগাঁও নাখালপাড়া লুকাস এর মোড়ে ৯নং ও ৫নং ইউনিট বিএনপি, ২৫নং ওয়ার্ড এর আয়োজনে খুনি হাসিনার আক্রোশে গুমের শিকার তেজগাঁও থানার ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. আদনান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এর স্মারণে রোজাদারদের সম্মানে ইফতার বিতরণ অনুষ্ঠানে মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি এসব কথা বলেন।
তিনি বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিস্ট হাসিনা। দেশজুড়ে লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলাম ও মানবতাবিরোধী সরকার কায়েম করে। রাতের আঁধারে ভোট চুরির মাধ্যমে বারবার অবৈধভাবে ক্ষমতার মসনদে আসীন হয়। যেহেতু জনগণের ভোট ছাড়াই আওয়ামী লীগ ক্ষমতা দখল করে, এজন্য জনকল্যাণমুখী কোনো কর্মকাণ্ড বাস্তবায়নই করেনি তারা। উল্টো দেশকে বারবার বিপদের সম্মুখীন করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল তারা।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। জনগণের প্রতি তার দ্বায়বদ্ধতা ছিল নিরন্তর। যতবারই নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন, ততবারই মানুষ ও দেশের উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। প্রতিহিংসার রাজনীতিতে জর্জরিত হয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ শত প্রতিকূলতার মাঝেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের কথা বিবেচনায় দেশেই থেকে দেশপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অন্যায়ের কাছে কখনো আপস করেননি বলে আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে আস্থা অর্জন করে তুলি বলেন, সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা বিদেশে বসেও দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলার মাটিতে আর স্বৈরশাসকের ঠাঁই হবে না। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ঢাকা মহানগর বিএনপির অন্যতম নেতা সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, গত ১৫ বছরে তেজগাঁয় সবচেয়ে বেশি গুম ও খুনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। আমি ব্যক্তিগতভাবেও গত ১৫ বছরে একদিনেও ঘরে ঘুমাতে পারিনি। জীবনের অধিকাংশ সময়ে কারাগারে কাটাতে হয়েছে। ফ্যাসিবাদের পতন হলেও তাদেরদোসররা এখওন নানাভাবে ষড়যন্ত্র করছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, ৫ই আগস্টের পর ৮ মাস অতিবাহিত হলো। এখনও যারা গুম হয়েছিল তারা তাদের পরিবারের কাছে ফিরে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলেন, সেখান থেকে কাউকে বের করতে পারলেন না কিন্তু কেন? তাহলে ওরা কোথায়? ঈদের আগে স্বজনরা তাদের সন্তানদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট বিএনপির সভাপতি রাশেদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মায়ের ডাক এর আফরোজা ইসলাম আখি,তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক প্রকৌশলী মিরাজ উদ্দিন হায়দার আরজু,স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিজাজ, সদ্য কারামুক্ত নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা শফিকুল ইসলামসহ ২৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
A code promo 1xBet est un moyen populaire pour les parieurs d’obtenir des bonus exclusifs sur la plateforme de paris en ligne 1xBet. Ces codes promotionnels offrent divers avantages tels que des bonus de dépôt, des paris gratuits, et des réductions spéciales pour les nouveaux joueurs ainsi que les utilisateurs réguliers.code promo 1xbet aujourd’hui
Well I truly enjoyed studying it. This information offered by you is very helpful for correct planning.