১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে দস্যুতা মামলায় ৪ আসামী গ্রেফতার ও লুণ্ঠিত মালামল উদ্ধার

Reporter Name
- Update Time : ০৪:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / ২২৪ Time View
বিল্লাল হোসেন সাজু ,স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাশিমপুর থানায় এক দস্যুতা মামলায় জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় লুণ্ঠিত একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) মোঃ আবু নাসের আল আমিন । গত ২২ মে ২০২৫, রাত আনুমানিক ১২:১৫ টায় কাশিমপুর থানার গোবিন্দবাড়ী এলাকায় সাদা প্লাস্টিকের রশি দিয়ে রাস্তা আটকে রেখে দলবদ্ধভাবে হামলা চালায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। তারা বাদী সবুজ মিয়াকে (৩৬) ধারালো রামদা, চাপাতি ও চাকু দিয়ে মারধর করে তার শরীরে নীলাচিহ্ন সৃষ্টি করে। পরে তার Bajaj Platina 100 মডেলের মোটরসাইকেল (রেজি: শরিয়তপুর-২-১১-২৮৪৫), Tecno Spark Go-2024 মোবাইল ফোন এবং নগদ ২,০০০ টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা বাদীর হাত বেঁধে জঙ্গলে নিয়ে যায় এবং চোখ-মুখ বাঁধার পর পালিয়ে যায় । বাদীর এজাহারের ভিত্তিতে কাশিমপুর থানায় মামলা (নং-২২, ২৭/০৫/২০২৫) রুজু করা হয়। তদন্তকারী এসআই শিবলু মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ মাহফুজ রানা (২৩)ও মোঃ সিয়াম ইসলাম (২৩)কে কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের রিমান্ডে নেওয়া হলে তারা অপর দুই আসামী মোঃ আতাউর আল মামুন (২১)ও সাজিদ (১৮)এর নাম প্রকাশ করে। পুলিশ ময়মনসিংহের গফরগাঁও থানার একটি পরিত্যক্ত বাড়ি থেকে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করে । গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে । গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাম্প্রতিক সময়ে অপারেশন ডেভিল হান্ট-এর মাধ্যমে একাধিক অপরাধী গ্রেফতার করেছে। এর আগেও কাশিমপুর থানা থেকে ডাকাতি ও দস্যুতার মামলায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছিল । এছাড়াও গত ২৯ দিনে বিভিন্ন মামলার প্রায় শতাধিক আসামি গ্রেফতার করে আদালতে পৈরন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দ্রুত গ্রেফতার ও লুণ্ঠিত সামগ্রী উদ্ধার পুলিশের দক্ষতার পরিচয় দিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। উক্ত প্রেস বিফিং এ উপস্থিত ছিলেন কাশিমপুর মেট্রো থানার ওসি মনিরুজ্জামানসহ বিভিন্ন ইলেকট্রিক পিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Tag :