গাজীপুরের কালীগঞ্জে ধর্ষকদের ফাঁসির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

- Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৮৮ Time View
বিল্লাল হোসেন কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ সারাদেশের ধর্ষকদের বিচারের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ মার্চ সকাল ১১.৩০মিনিটে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে” কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি কালীগঞ্জ পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ থানার সামনে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ করা হয়। এসময় সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আহবায়ক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আবু হানিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিয়াম মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আজিজুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হোসাইন আহমদ ইমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলার শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ- সভাপতি এম সাইদ ভূঁইয়া পারভেজ । এসময় বক্তারা বলেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। আমরা বলতে পারিনা কবে বিচার কমপ্লিট হয়ে ফাঁসি হয়েছে। আমরা দ্রুত ধর্ষণের বিচার কার্য সম্পন্ন দেখতে চাই এবং ধর্ষকের উপযুক্ত শাস্তির জনসম্মুখে দেখতে চাই। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পৌরশাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।