০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআন অবমাননার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে —– বাংলাদেশ খেলাফত আন্দোলন
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১২৩ Time View

গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দেশে ইসলামী সরকার কায়েম না হলে কোরআন অবমাননাসহ কোন অপরাধই নির্মূল করা সম্ভব হবে না। ইতিপূর্বে আল্লাহ, রাসুল স. ও কোরআনসহ ধর্ম অবমাননাকারীদের উপযুক্ত বিচার না হওয়ায় কিছুদিন পর পর নতুন নতুন কুলাঙ্গারদের আবির্ভাব ঘটছে। একটি কুচক্রী মহল কোরআন অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচাবার অপচেষ্টা করা চরম দৃষ্টতা। কারণ কোন মানসিক রোগী আজ পর্যন্ত হিন্দুদের গীতা বা খ্রিস্টানদের বাইবেলসহ অন্য কোন পুস্তককে পদদলিত বা অপমান করতে দেখা যায় না। পবিত্র কোরআন অবমাননা পরিকল্পিতভাবে ইসলাম অবমাননার শামিল। ইসলামবিদ্বেষী মহল মুসলমানদের সাথে অমুসলিমদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ডে কারা ইন্ধন যোগাচ্ছে তাদের খুঁজে বের করে শাস্তি প্রদান না করলে এগুলো বন্ধ হবে না। আজ ৭ অক্টোবর ২০২৫ ইং মঙ্গলবার খুলনা জামিয়া ইসলামিয়া মারকাজুল ইসলাম মাদরাসায় অনুষ্ঠিত “ঐক্য প্রতিষ্ঠায় হযরত হাফেজ্জী হুজুর এর পথ ও পদ্ধতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি মাসিহুর রহমান ও মাওলানা ইবরাহীম খলিল, হাফেজ মাওলানা আফজাল ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, সকল অপরাধের সুবিচার ও ইনসাফ কায়েম এবং দেশে কোরআন সুন্নাহর শাসন তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলোন, এবার দুর্গাপূজায় হিন্দুদের মূর্তি অসুরের মুখে দাড়ি লাগিয়ে ইসলাম অবমাননা ও এক হিন্দু কতৃক কুরআন অবমাননার ঘটনা খুবই দুঃখজনক। অবিলম্বে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে। এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার অঙ্গীকার পূরণের আহ্বান জানান তিনি। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদী জেলা খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ নরসিংদী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Tag :
























