বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কালীগঞ্জে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

- Update Time : ০১:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ২১৪ Time View
বিল্লাল হোসেন, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি:– ৬ এপ্রিল রবিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএ কে এম ফজলুল হক মিলন ।
অনুষ্ঠানের শুরুতে কুচকাওয়াজের মাধ্যমে মার্চ পাস করা হয় পাশাপাশি জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্কুলে কোমলমতি ছাত্রীরা বিভিন্ন খেলায় প্রতিযোগিতা করেন ।প্রতিযোগিতা শেষে স্কুল মাঠে স্কুলের শিক্ষার্থীর মধ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতি সমাপ্ত হলে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করে।
পুরস্কার বিতরণীর পূর্বে প্রধান অতিথি বক্তব্যে উপস্থিত সকলকে এবং ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা বিন্দুকে অভিনন্দন জানান। পাশাপাশি স্কুলের নতুন নতুন গভার্নিং বোর্ডিং সদস্যদেরকে স্কুলের বিগত দিনের যে সকল সমস্যা বিদ্যমান আছে তার সমাধানে তিনি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। এসময় প্রধান অতিথির পাশে বসা বিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা খাইরুল আহসান মিন্টু ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মাস্টার এবং জেলা, উপজেলা পৌরসভা শাখার জাতীয়তাবাদী দল ও অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সুধীজন ,শিক্ষক মন্ডলী ও পিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্য উপস্থিত আছেন।
অপরদিকে কালিগঞ্জ উপজেলার খৈকরা উচ্চ বিদ্যালয় ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নতুনভাবে করার লক্ষ্যে ছাত্রনেতাদের সৃষ্ট এন সি পি এর উত্তরাঞ্চলীয় সংগঠক এম এম শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর ,কালীগঞ্জের নেতৃবৃ।ছাত্র নেতারা উপস্থিত পরীক্ষার্থীদের ভালো করে লেখাপড়ার পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন রাজনীতিতে যত মেধা শিক্ষিত বিভিন্ন বিষয় পারদর্শী সৎ মানুষ আবির্ভূত হবে ততই দেশ সমৃদ্ধশালী হবে।
অনুষ্ঠান শেষে ছাত্র নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তর্নিমা আফ্রাদ এর সাথে সাক্ষাৎ করেন এবং তারা বলেন কালীগঞ্জের বিভিন্ন স্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৬ শে জুলাইয়ের নিহত আহতদের নামকরণে আহ্বান রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্র নেতাদের এ বিষয়ে আশ্বস্ত করেন এবং নিহত পরিবার ও আহতদের পূর্ণবাসনের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন।
Sarıyer su kaçağı tespiti Su kaçağı tespiti, yapısal hasarı önlemek için kritik öneme sahiptir. https://barauditoriump2.com/?p=192302
Great write-up, I am regular visitor of one?¦s website, maintain up the nice operate, and It’s going to be a regular visitor for a lengthy time.