০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে  ইসমাইল নামক এক জনকে হত্যা 

বিল্লাল হোসেন,
  • Update Time : ০২:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ২৪১ Time View

ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty

ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty

বিল্লাল হোসেন ,কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের  কালিগঞ্জ  পৌরসভার ১নং ওয়ার্ড দুর্বাটি এলাকায় আজ ৩০ এপ্রিল দুপুরে  মোঃ ইসমাইল হোসেন (৪০)ও তার ভাইয়েরা ধান কাটতে ক্ষেতে  গেলে তাহার চাচাতো ভাইয়েরা ধান কাটতে বাধা দেওয়াযর এক পর্যায়ে কথা কাটাকাটির সময় চাচাতো ভাই  এর ছেলে  ফালাইন্যা ওরফে সুফল (২০), পিতা : নবীন হোসেন, ও তোফাজ্জল হোসেন (৪৫),পিতা: রওশন আলী  সহ ভাই, ভাতিজা ৬/৭ জন,সবাই মিলে হাতুড়ি ও রড  নিয়ে বাড়ি থেকে এসে ধানের পোজা নিয়ে আসা অবস্থায় ইসমাইলের উপর  হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি লাঠি দিয়ে আঘাত করায় ঘটনা স্থলেই তার গুরুতর আহত হয়। পাশে থাকা ভাইদেরকেও এলোপাতাড়ি আঘাত করে।স্থানীয় ও সজনরা ইসমাইলকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানান দীর্ঘদিনের জমি সংক্রান্ত জেড়ের কারণে পতিত সরকারের সময় সাবেক ছাত্রদল কালীগঞ্জ শ্রমিক কলেজের নেতা ইসমাইল হোসেন পালোয়ান এই জমিতে যেতে পারেনি ।ধান কাটার  কিছুদিন পূর্বে ইসমাইলরা তাদের প্রৈতিক এই জমি খাজনা খারিজ সহ এসিল্যান্ডের মাধ্যমে তাদের দখলে নিয়ে আসে এরপর থেকে তারা ধান রোপন করে বিভিন্ন কর্মকান্ড করে আসছে এ বিষয়ে কোন বাধা প্রয়োগ করেনি। আজকে সকালে ইসমাইল ও তার ভাই আলামিন ধান কাটতে গেলে পতিত ফেসিস্ট সরকারের যুবলীগের নেতা ফালাইন্যা ওরফে সুফল (২০), পিতা : নবীন হোসেন, ও তোফাজ্জল হোসেন (৪৫),পিতা: রওশন আলী  সহ ৬/৭ জন,সবাই মিলে হাতুড়ি ও রড দিয়ে  মোঃ ইসমাইল হোসেন (৪০), পিতা: মৃত: আলাউদ্দিন পালোয়ান, গুরুতর আহত করে।

 

 কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে এস আই, মাসুদ রানা শামীম (০১৭১৬১৬২৬৬৮) ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায় এবং একটি হাতুড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

 

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক কোর্স পাঠিয়ে এবং পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ঘটনা জড়িত থাকা  মোঃ নবিউল পিতা মৃত রওশন আলী কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি । ইসমাইলের  মৃতদেহ  ময়নাতদন্তের জন্য ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য স্বজনদের সাথে আলাপ আলোচনা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

2 thoughts on “কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে  ইসমাইল নামক এক জনকে হত্যা 

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে  ইসমাইল নামক এক জনকে হত্যা 

Update Time : ০২:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty

ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty

বিল্লাল হোসেন ,কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের  কালিগঞ্জ  পৌরসভার ১নং ওয়ার্ড দুর্বাটি এলাকায় আজ ৩০ এপ্রিল দুপুরে  মোঃ ইসমাইল হোসেন (৪০)ও তার ভাইয়েরা ধান কাটতে ক্ষেতে  গেলে তাহার চাচাতো ভাইয়েরা ধান কাটতে বাধা দেওয়াযর এক পর্যায়ে কথা কাটাকাটির সময় চাচাতো ভাই  এর ছেলে  ফালাইন্যা ওরফে সুফল (২০), পিতা : নবীন হোসেন, ও তোফাজ্জল হোসেন (৪৫),পিতা: রওশন আলী  সহ ভাই, ভাতিজা ৬/৭ জন,সবাই মিলে হাতুড়ি ও রড  নিয়ে বাড়ি থেকে এসে ধানের পোজা নিয়ে আসা অবস্থায় ইসমাইলের উপর  হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি লাঠি দিয়ে আঘাত করায় ঘটনা স্থলেই তার গুরুতর আহত হয়। পাশে থাকা ভাইদেরকেও এলোপাতাড়ি আঘাত করে।স্থানীয় ও সজনরা ইসমাইলকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানান দীর্ঘদিনের জমি সংক্রান্ত জেড়ের কারণে পতিত সরকারের সময় সাবেক ছাত্রদল কালীগঞ্জ শ্রমিক কলেজের নেতা ইসমাইল হোসেন পালোয়ান এই জমিতে যেতে পারেনি ।ধান কাটার  কিছুদিন পূর্বে ইসমাইলরা তাদের প্রৈতিক এই জমি খাজনা খারিজ সহ এসিল্যান্ডের মাধ্যমে তাদের দখলে নিয়ে আসে এরপর থেকে তারা ধান রোপন করে বিভিন্ন কর্মকান্ড করে আসছে এ বিষয়ে কোন বাধা প্রয়োগ করেনি। আজকে সকালে ইসমাইল ও তার ভাই আলামিন ধান কাটতে গেলে পতিত ফেসিস্ট সরকারের যুবলীগের নেতা ফালাইন্যা ওরফে সুফল (২০), পিতা : নবীন হোসেন, ও তোফাজ্জল হোসেন (৪৫),পিতা: রওশন আলী  সহ ৬/৭ জন,সবাই মিলে হাতুড়ি ও রড দিয়ে  মোঃ ইসমাইল হোসেন (৪০), পিতা: মৃত: আলাউদ্দিন পালোয়ান, গুরুতর আহত করে।

 

 কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে এস আই, মাসুদ রানা শামীম (০১৭১৬১৬২৬৬৮) ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায় এবং একটি হাতুড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

 

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক কোর্স পাঠিয়ে এবং পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ঘটনা জড়িত থাকা  মোঃ নবিউল পিতা মৃত রওশন আলী কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি । ইসমাইলের  মৃতদেহ  ময়নাতদন্তের জন্য ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য স্বজনদের সাথে আলাপ আলোচনা চলছে।