০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈর রেঞ্জে অগণিত জবরদখল আপোষ বিট কর্মকর্তা,নজরদারি নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের

Reporter Name
- Update Time : ০১:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ৯১ Time View

গাজীপুর সংবাদদাতা: গাজীপুর মহানগরে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বনবিট অধীনস্থ এলাকায় প্রতিনিয়ত বন বিভাগের জমি জবরদখল হচ্ছে। অগণিত এই জবর দখলের প্রবণতা বেরে আকাশ ছুঁই অবস্থাতেও কোন কার্যকরী হস্তক্ষেপ নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের । কালিয়াকৈর চন্দ্রা বিটের আওতাধীন সফিপুর ৭ নং ওয়ার্ড বিশ্বাস পাড়া ঝিকঝাক মাঠের উওর পাশে নাজমার বাড়ির দক্ষিনে চন্দ্রা ৪২০ মোজার ,দাগ নং ১২৯৬ , হাজী সেলিমের নেতৃত্বে তার ভাগ্নি শিখা সম্পূর্ণ সরকারি গেজেটভুক্ত বনের জমিতে গাছ কেটে বাড়ী নির্মাণ কাজ করছেন। চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন সম্পূর্ণ রেকর্ডের সম্পত্তিতে বাড়ীর নির্মাণ কাজ করছেন। স্থানীয় সূত্র যে, জানা যায় ১০০% সরকারি গেজেট ভুক্ত বনের জমিতে বাড়ি নির্মাণ কাজ করছেন সেই সাথে গাছও কাটা হয় যা কিনা ছবিতে দৃশ্যমান রয়েছে ।

দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিট কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা এলাকার বনভূমির বিভিন্ন স্থানে বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ এধরনের ঘটনা হরহামেসাই ঘটছে স্থানীয়দের অভিযোগ। বর্তমান এই অঞ্চলে জমির দাম আকাশচুম্বী হওয়ায় বিট অফিসের সাথে যোগসাজশ করে ইচ্ছামত দখল ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে ফলে দিন দিন বেহাত হচ্ছে বনভূমি। সুযোগ পেয়ে কতিপয় কর্মকর্তা ও কর্মচারী মূল্যবান বনভূমি বেহাত করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। বিস্তর অনিয়মের অভিযোগ যা নিয়ে স্হানীয়দের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সার্বিক বিষয়ে অবগতির জন্য সাধারণ মানুষ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী স্থানীয় সাধারণ মানুষের।
Tag :