কাতারে ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ

- Update Time : ০৩:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৬ Time View

১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ খান বলেন, আমরা গতকাল ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে বর্বর হামলা চালিয়ে কাতারের দোহাতে ৫ জন নিরীহ মানুষকে হত্যা ও ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আহত ও নিহতদের প্রতি গভির শোক প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই হামলা আন্তর্জাতিক আইন, কাতারের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক নিয়মনীতি, জাতিসংঘ সনদসহ মানবাধিকারেরও চরম লংঘন। এই নৃশংস হামলা শুধু কাতারের ভৌগোলিক অখণ্ডতার ওপর আগ্রাসন নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বকে ধ্বংস করার নগ্ন চেষ্টা। আমরা জোর দাবি করছি-জাতিসংঘ অবিলম্বে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন ও কাতারের সার্বভৌমত্ব রক্ষা এবং হামলায় নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই আগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুক।
মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী বলেন, আমরা বিশ্বাস করি, কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। ইসরায়েলের এই অন্যায় ও আগ্রাসন বন্ধ এবং অবিলম্বে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে।(প্রেস বিজ্ঞপ্তি )