কাকনহাট যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকনহাটে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
- Update Time : ০৮:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৭১ Time View

স্টাফ রিপোর্টার: মো: আতিকুর রহমান : প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর এলাকায় যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এবং
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দীপিত করে বলেন,
“সবাই আমরা মিলেমিশে ভোট দিব ধানের শীষে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মো: মশিউর রহমান (মশি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকনহাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: শেখ আরসালান, মো: মিনাউল হক, মো: ফাইসাল আহমেদ, মো: নোমান আলীসহ পৌর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন—
গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী থানার সাংগঠনিক সম্পাদক মাহাবুব, অ্যাডভোকেট উজ্জ্বল, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সইবুর রহমান, দেওপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হাই (টুনু), সাবেক যুবদল সেক্রেটারি নাসির উদ্দিন (বাবু), সাবেক মেয়র আনারুল চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুব রহমান বিপ্লব, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অরণ্য কুসুম, গোদাগাড়ী থানা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান (পাইলট), জেলা যুবদলের সদস্য ডালিম, রাকিব রাজিব ও হিমেল।
আরও উপস্থিত ছিলেন গোগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি দিলীপ, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, শ্রমিক দলের সেক্রেটারি রানা ও ইশা, ছাত্রদলের সদস্য সচিব কাউসারসহ টমাস, ইমরানসহ বহু নেতাকর্মী।
পুরো অনুষ্ঠানটি ছিল এক উৎসবমুখর পরিবেশে। কাকনহাট পৌর যুবদলের ব্যানারে সাজানো মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা, ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে নব উদ্যমে অংশগ্রহণের শপথ নেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শরীফ উদ্দিন সকল নেতাকর্মীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,
“যুবকরাই হচ্ছে পরিবর্তনের শক্তি—এই শক্তিকে সংগঠিত করে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনব।
























