১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবিতা ফিরবো না আর তোমার শহরে

Reporter Name
- Update Time : ১১:৪৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

(মোঃ রেজাউল ইসলাম)
ভেবে ছিলাম তোমাকে নিয়ে একদিন
পুরো পৃথিবী ঘুরে বেড়াবো।
সকল ক্লান্তি শেষে
দীর্ঘ একটা সময়ের ছুটি নিবো।
সেদিন শুধু তোমারই প্রেমিক হবো বর্ষা
আমি শুধু তোমারই হবো!
তোমাকে বিলিয়ে দিবো হৃদয়ের পাঁজর খান
তুমি মাথা রেখে অহেতুক ক্লান্তি মিটিয়ে দিবে।
তোমাকে নিয়ে দিনের পর দিন
আমার অপেক্ষার অহেতুক ক্লান্তি সর্বশেষে পূর্ণতাই হেঁসে বেড়াবে।
অথচ দেখো আমরা আজ কত দূরে
না ভাঙবে মাঝ পথের দেয়ালের অভিশাপ।
না ভুলবো ছেড়ে যাওয়ার অভিযোগ
কতটা দুঃখের বেবাক মেঘ আমাদের স্পর্শ করেছে।
আমাদের হারিয়ে যাওয়ার কথা ছিলো না বর্ষা
এমন মাঝ পথে সমাপ্তি নেওয়ার কথা ছিলো না।
চলেই যাবে তবে কেনো এতো রঙিন ঘুরির নাটাই সুতো”
ছিঁড়েই ফেলবে যেহেতু
তবে কেনো এত ভালোবাসায় মায়াতে মুগ্ধ?
পৃথিবী ঘুরে দেখা মানুষেরও বুঝি সমাপ্তি হয়?
বুক জড়িয়ে ধরার তীব্র ইচ্ছাও বুঝি সমাপ্তি হয়?
আমাদের আর দেখা হবে না পৃথিবী
দেখা হবো না গ্রামের শস্য ফুল
কিংবা বসন্তের সকালে তোমার কামিনি।
আমার আর ছুটি হবে না প্রিয় বর্ষা
আমি ফিরবো না তোমার শহরে।
কেবল থেকে যাবে ভালবাসার কিছু স্মৃতি
মেঘ বেলি সাজেক দুঃখ হয়ে।
Tag :