এনডিপি)’র মহাসচিব মোঃ আব্দুল্লাহ-আল-হারুন (সোহেল) কে দল থেকে বহিষ্কার ,নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হাফেজ আবু সাঈদ

- Update Time : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ১০৪ Time View
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী —
দলের মহাসচিব মোঃ আব্দুল্লাহ–আল–হারুন (সোহেল) কে দল থেকে বহিষ্কার এবং জাতীয় কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে তার স্থলে হাফেজ আবু সাঈদ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ৩০ জুন ২০২৫ তারিখে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন দলের সম্মানিত চেয়ারম্যান জনাব কে এম আবু তাহের।
সভায় বিভিন্ন অভিযোগ ও সাংগঠনিক বিশৃঙ্খলার বিষয় বিশ্লেষণ করে দেখা যায় যে, আব্দুল্লাহ-আল-হারুন (সোহেল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন ও নিজের অবস্থানকে ব্যবহার করে অপকৌশলে অনুমোদনহীন কর্মকাণ্ড পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল হারুন (সোহেল) নিজেকে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ব্যতীত ‘এনডিপি’র সভাপতি হিসেবে পরিচয় দিয়ে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন, যা সরাসরি দলের শৃঙ্খলা পরিপন্থী।
দলীয় গঠনতন্ত্রের ধারা ৩(খ) অনুযায়ী এবং সভাপতির সুপারিশে, দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে তাকে দল থেকে বহিষ্কার ও মহাসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
️