০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নূরউদ্দিন আহমেদকে কুয়াকাটায় সংবর্ধনা ও আজীবন সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : ০৩:৩২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৭৫ Time View

 


নিজস্ব প্রতিবেদক

সাগরকন্যা কুয়াকাটা যেন রঙিন হয়ে উঠেছিল বাংলা সংগীতের প্রণম্য কণ্ঠ ফেরদৌস আরা-র আগমনে। একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য কণ্ঠশিল্পী এবং জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির পরিচালক নূরউদ্দিন আহমেদকে প্রথমবার কুয়াকাটা আগমনের স্মারক হিসেবে সংবর্ধনা ও আজীবন সম্মাননা প্রদান করেছে কুয়াকাটা গেস্ট হাউস কর্তৃপক্ষ।

অনুষ্ঠানটি আয়োজিত হয় কুয়াকাটা গেস্ট হাউস অডিটোরিয়ামে, যেখানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

ইয়াসীন সাদেক, প্রশাসক, কুয়াকাটা পৌরসভা

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:

মো. সাঈদ হাসান, সাধারণ সম্পাদক, কুয়াকাটা গেস্ট হাউস সংগঠন

লায়ন সালাম মাহমুদ, সহ-সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)

মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সমিতি

হাফিজ রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক

মো. জসিম উদ্দিন ভূইয়া, সংগঠনের প্রতিনিধি

মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়

অনুষ্ঠানে বক্তারা ফেরদৌস আরা-র সংগীত জীবনের গৌরবময় অবদানের প্রশংসা করেন এবং তাঁকে “কুয়াকাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর” হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। তারা বলেন, কুয়াকাটার পর্যটন, সংস্কৃতি এবং সৌন্দর্য তুলে ধরতে এমন কণ্ঠশিল্পীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

এছাড়াও বক্তারা কুয়াকাটাকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সেই লক্ষ্যে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়।

ফেরদৌস আরা তাঁর বক্তব্যে বলেন,

“সাগরের পাশে দাঁড়িয়ে এমন সম্মাননা পাওয়া সত্যিই আবেগময়। কুয়াকাটার সৌন্দর্য ও মানুষের ভালোবাসা আমি কখনো ভুলব না।”

অনুষ্ঠান শেষে তাঁকে আজীবন স্মারক ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল সংগীত, সৌন্দর্য এবং ভালোবাসার এক অসাধারণ মিলনমেলা।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নূরউদ্দিন আহমেদকে কুয়াকাটায় সংবর্ধনা ও আজীবন সম্মাননা প্রদান

Update Time : ০৩:৩২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

 


নিজস্ব প্রতিবেদক

সাগরকন্যা কুয়াকাটা যেন রঙিন হয়ে উঠেছিল বাংলা সংগীতের প্রণম্য কণ্ঠ ফেরদৌস আরা-র আগমনে। একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য কণ্ঠশিল্পী এবং জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির পরিচালক নূরউদ্দিন আহমেদকে প্রথমবার কুয়াকাটা আগমনের স্মারক হিসেবে সংবর্ধনা ও আজীবন সম্মাননা প্রদান করেছে কুয়াকাটা গেস্ট হাউস কর্তৃপক্ষ।

অনুষ্ঠানটি আয়োজিত হয় কুয়াকাটা গেস্ট হাউস অডিটোরিয়ামে, যেখানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

ইয়াসীন সাদেক, প্রশাসক, কুয়াকাটা পৌরসভা

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:

মো. সাঈদ হাসান, সাধারণ সম্পাদক, কুয়াকাটা গেস্ট হাউস সংগঠন

লায়ন সালাম মাহমুদ, সহ-সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)

মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সমিতি

হাফিজ রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক

মো. জসিম উদ্দিন ভূইয়া, সংগঠনের প্রতিনিধি

মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়

অনুষ্ঠানে বক্তারা ফেরদৌস আরা-র সংগীত জীবনের গৌরবময় অবদানের প্রশংসা করেন এবং তাঁকে “কুয়াকাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর” হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। তারা বলেন, কুয়াকাটার পর্যটন, সংস্কৃতি এবং সৌন্দর্য তুলে ধরতে এমন কণ্ঠশিল্পীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

এছাড়াও বক্তারা কুয়াকাটাকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সেই লক্ষ্যে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়।

ফেরদৌস আরা তাঁর বক্তব্যে বলেন,

“সাগরের পাশে দাঁড়িয়ে এমন সম্মাননা পাওয়া সত্যিই আবেগময়। কুয়াকাটার সৌন্দর্য ও মানুষের ভালোবাসা আমি কখনো ভুলব না।”

অনুষ্ঠান শেষে তাঁকে আজীবন স্মারক ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল সংগীত, সৌন্দর্য এবং ভালোবাসার এক অসাধারণ মিলনমেলা।