ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের আহবায়ক মো: জাহিদ হাসান

- Update Time : ০৫:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ২৬১ Time View
নিজস্ব প্রতিনিধি: ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ।গাজীপুর -১ কালিয়াকৈর উপজেলা (গাজীপুর সিটির, কাশেমপুর,কোনাবাড়ি,বাসন মেট্রো থানা) ১৯৪ নং সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী মো: জাহিদ হাসান, আহবায়ক বাংলাদেশ মুসলিম লীগ কালিয়াকৈর উপজেলা গাজীপুর। পবিত্র ঈদ উল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন ধর্মীয় আকিদা যার যার বাংলাদেশ মুসলিম লীগ সবার।
ঈদ বয়ে আনুক আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা।ধনী গরীবের বৈষম্য দুর করে এককাতারে মিলিত হই মুসলিম ভাই ভাই।
সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করি,আপনি আপনার নিকট আত্মীয় গরীব অসহায় সজ্জনদের প্রতি আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন।
ঈদের আনন্দ একার নয় সবার জন্য।
পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করুন,জাকাত ফেতরা আদায় করুন,নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন।
দেশের উন্নয়নকল্পে আসুন সকল ভেদাভেদ ভুলে আসুন কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।আমার জন্য দোয়া করবেন আমি যেনো মানুষের কল্যানে নিজেকে উৎসর্গ করতে পারি।এ জন্য দোয়া করবেন।
গাজীপুর ও কালিয়াকৈর উপজেলা সহ সারা দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক। বাংলাদেশ মুসলিম লীগ এর আহবায়ক মো: জাহিদ হাসান। চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, ও সাধারণ সম্পাদক ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স,কালিয়াকৈর উপজেলা গাজীপুর। সাবেক সভাপতি বাংলাদেশ ভুমিহীন আন্দোলন কালিয়াকৈর উপজেলা গাজীপুর। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা গার্মেন্টস শ্রমিক -কর্মচারী ফেডারেশন (সম্মিলিত লিয়াজো) কমিটি।
Thank you for any other informative site. Where else could I get that type of info written in such a perfect method? I’ve a venture that I am just now operating on, and I’ve been on the glance out for such info.