১০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব

Reporter Name
  • Update Time : ০৫:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫ Time View
 ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং  বেলা১১ টায় সেগুন বাগীচাস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গনতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন   বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি,ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড.হাসনাত কাইয়ুম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব , নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,  ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম,  নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভুইয়া। গণসংহতি আন্দোলনের  সম্পাদক মন্ডলির সদস্য বাচ্চু ভূইয়া সহ অনেকেই।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নেতৃবৃন্দ আলোচনা করেন। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলসমূহের ভিতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। আলাপ আলোচনার পর এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার ব্যাপারে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ বলেন, যখন আলাপ আলোচনার পথ খোলা আছে এবং নানান ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেছে তখন আরো কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। এবং কোন সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা। তাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরো জোরদার করবে ।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব

Update Time : ০৫:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
 ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং  বেলা১১ টায় সেগুন বাগীচাস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গনতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন   বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি,ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড.হাসনাত কাইয়ুম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব , নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,  ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম,  নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভুইয়া। গণসংহতি আন্দোলনের  সম্পাদক মন্ডলির সদস্য বাচ্চু ভূইয়া সহ অনেকেই।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নেতৃবৃন্দ আলোচনা করেন। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলসমূহের ভিতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। আলাপ আলোচনার পর এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার ব্যাপারে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ বলেন, যখন আলাপ আলোচনার পথ খোলা আছে এবং নানান ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেছে তখন আরো কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। এবং কোন সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা। তাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরো জোরদার করবে ।