০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

আমীরে খেলাফতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জরুরি বৈঠকের আহবান

মতামত
  • Update Time : ০৪:৫৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ৩৩৯ Time View

আমীরে খেলাফতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জরুরি বৈঠকের আহবান। বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করবেন এমন গুঞ্জন উঠেছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাতের সংবাদমাধ্যমে। তার পদত্যাগে এই মুহুর্তে দেশ ভয়ানক সংকটের মুখোমুখী হতে পারে। এমনকি দেশে চরম বিশৃংখলা ও সংঘাতেরও সৃষ্টি হতে পারে। সংঘাতের পরিবেশ সৃষ্টি হলে এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্রজনতাকে চরম পরিণতি বরণ করতে হবে। উপদেষ্টা প্রধান যদি মনে করেন উনার গ্রামীণ ব্যংকের রাষ্ট্রীয় কর মওকুফ এবং নিজ ব্যংকে সরকার মালিকানা অংশ হ্রাস করে ব্যংক মালিকানা বাড়িয় লাভমান হয়েছেন। এবং ব্যক্তিগত আরও কিছু উন্নয়ন মূলক কাজ করে ব্যক্তিসার্থ আদায়ে আমার দায়িত্ব শেষ। তা হলে তো ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।———- দেশের কিছু রাজনৈতিক দল ভারতের পারপাস সার্ভ করার জন্য দেশের আইন, শৃঙ্খলা, প্রশাসন, বিচারব্যবস্থাকে অনেকাংশে অকার্যকর করে রাখার পেছনে তারা কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ফর্মে দেশের আনাচে কানাচে জনদুর্ভোগ সৃষ্টি করে তারা দেশের শান্তিশৃঙ্খলা ও ঐক্যবদ্ধ শক্তিতে বিভক্তি করে তারা দেশ ও জাতির ক্ষতি করেযাচ্ছেন। সচেতন নাগরিকগন বিষয়গুলোকে একটু গভীরভাবে চিন্তা করলেই দেশে চলমান ঘটনা গুলোর রহস্য বুঝতে পারবেন বলে আশা রাখি। দেশ, জনগণ,ও ইসলামের মহান স্বার্থে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। খেলাফতে রাব্বানী বাংলাদেশ এর আমীর মুফতী ফয়জুল হক জালালাবাদী দেশের কেয়ার টেকার সরকারের প্রধান উপদেষ্টা কে অনুরোধ করছেন আপনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও আপামর ছাত্রজনতার প্রতিনিধিদেরকে নিয়ে জরুরী ভিত্তিতে দওয়াত দিয়ে পরামর্শ বৈঠকের ব্যবস্হা করুন। আসুন দেশের স্বার্থে আমরা সলকেই ঐক্যবদ্ধ হই। দেশের ভবিষ্যত উন্নতি অগ্রগতি ও নিরাপত্তা নির্ভর করছে জনগনের সম্মিলিত সিদ্ধান্তের উপর!মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন আমীন ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

আমীরে খেলাফতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জরুরি বৈঠকের আহবান

Update Time : ০৪:৫৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

আমীরে খেলাফতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জরুরি বৈঠকের আহবান। বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করবেন এমন গুঞ্জন উঠেছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাতের সংবাদমাধ্যমে। তার পদত্যাগে এই মুহুর্তে দেশ ভয়ানক সংকটের মুখোমুখী হতে পারে। এমনকি দেশে চরম বিশৃংখলা ও সংঘাতেরও সৃষ্টি হতে পারে। সংঘাতের পরিবেশ সৃষ্টি হলে এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্রজনতাকে চরম পরিণতি বরণ করতে হবে। উপদেষ্টা প্রধান যদি মনে করেন উনার গ্রামীণ ব্যংকের রাষ্ট্রীয় কর মওকুফ এবং নিজ ব্যংকে সরকার মালিকানা অংশ হ্রাস করে ব্যংক মালিকানা বাড়িয় লাভমান হয়েছেন। এবং ব্যক্তিগত আরও কিছু উন্নয়ন মূলক কাজ করে ব্যক্তিসার্থ আদায়ে আমার দায়িত্ব শেষ। তা হলে তো ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।———- দেশের কিছু রাজনৈতিক দল ভারতের পারপাস সার্ভ করার জন্য দেশের আইন, শৃঙ্খলা, প্রশাসন, বিচারব্যবস্থাকে অনেকাংশে অকার্যকর করে রাখার পেছনে তারা কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ফর্মে দেশের আনাচে কানাচে জনদুর্ভোগ সৃষ্টি করে তারা দেশের শান্তিশৃঙ্খলা ও ঐক্যবদ্ধ শক্তিতে বিভক্তি করে তারা দেশ ও জাতির ক্ষতি করেযাচ্ছেন। সচেতন নাগরিকগন বিষয়গুলোকে একটু গভীরভাবে চিন্তা করলেই দেশে চলমান ঘটনা গুলোর রহস্য বুঝতে পারবেন বলে আশা রাখি। দেশ, জনগণ,ও ইসলামের মহান স্বার্থে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। খেলাফতে রাব্বানী বাংলাদেশ এর আমীর মুফতী ফয়জুল হক জালালাবাদী দেশের কেয়ার টেকার সরকারের প্রধান উপদেষ্টা কে অনুরোধ করছেন আপনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও আপামর ছাত্রজনতার প্রতিনিধিদেরকে নিয়ে জরুরী ভিত্তিতে দওয়াত দিয়ে পরামর্শ বৈঠকের ব্যবস্হা করুন। আসুন দেশের স্বার্থে আমরা সলকেই ঐক্যবদ্ধ হই। দেশের ভবিষ্যত উন্নতি অগ্রগতি ও নিরাপত্তা নির্ভর করছে জনগনের সম্মিলিত সিদ্ধান্তের উপর!মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন আমীন ।