আমিনুল ইসলাম গোলাপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট
- Update Time : ০৭:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৭ Time View

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য, জাতীয় কৃষক সমিতির সভাপতি, গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের কৃষক আন্দোলন, নাগরিক আন্দোলনের সংগঠক ও নেতা আমিনুল ইসলাম গোলাপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, জনাব আমিনুল ইসলাম গোলাপ আজীবন শ্রমিক কৃষকের মুক্তি আন্দোলন করেছেন। তাঁর নিজ জেলা গাইবান্ধা কৃষক আন্দোলন, নাগরিক আন্দোলন, সামাজিক আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো বিশেষত গাইবান্ধা এক ধরণের অভিভাবক হীন হলো।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, তাঁর মৃত্যু শোক সহ্য করা কঠিন। নেতৃবৃন্দ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ গতকাল জটিল রোগে আক্রান্ত হয়ে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজে ভর্তি হন। আজ সকাল ১০টায় উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে বাংলাদেশ স্টাইলাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন ।
























