আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ড আইনি সহায়তা সেলের প্রধান হলেন আইনজ্ঞ প্রফেসর মোহাম্মদ আব্দুল মোমেন চৌধুরী

- Update Time : ০১:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৯১ Time View
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের এক সাধারণ সভা ১৭ জুলাই’২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশের সদর দপ্তর লালমাটিয়া কার্যালয়ে সংগঠনের পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট এম এ হাশেম রাজুর সভাপতিত্বে এবং আইএইচআরসি বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সালাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, অ্যাম্বাসেডর একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনুবধি ভিক্ষু, প্রফেসর ড. মশিউর রহমান খান, ব্যারিস্টার পারভেজ আহমেদ, প্রফেসর ড. মোঃ এনামুল হক, আইএইচআরসি পরিচালক বিপ্লব পার্থ, এডভোকেট মোঃ আব্দুল মান্নান, ব্যারিস্টার জসিম উদ্দিন খান, প্রফেসর ড. ইয়াসমিন খানম, প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
https://www.facebook.com/profile.php?id=61570098727385
সভায় সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) বাংলাদেশ ন্যাশনাল বোর্ড আইনি সহায়তা সেলের প্রধান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী ও চট্টগ্রাম সিটি কলেজের সাবেক প্রফেসর চট্টগ্রাম সাতকানিয়ার কৃতি সন্তান রাজনৈতিক বিশ্লেষক গবেষক মোহাম্মদ আব্দুল মোমেন চৌধুরীকে নিযুক্ত করা হয়।
এ সম্পর্কে আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বলেন, এডভোকেট মোহাম্মদ আব্দুল মোমেন চৌধুরী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব-দুঃখী-মেহনতি মানুষকে দীর্ঘদিন যাবত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিনা টাকায় সেবা দিয়ে আসছেন। তিনি জাতীয় গণমুক্তি ফোরামের সভাপতি হিসেবে সর্বদাই মানুষের সেবা করে এসেছেন। আমরা প্রত্যাশা করি তিনি আইএইচআরসি আইনি সহায়তা সেলে প্রধান হিসেবে বাংলাদেশের নিপীড়িত-নির্যাতিন মানুষের মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে আইএইচআরসি আইনি সহায়তা সেল আরো বেশি সংখ্যক মানুষকে আইনি সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করছি। বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় তিনি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি। (প্রেস বিজ্ঞপ্তি )