সাংবাদিক হত্যায় ভোলা জেলাতেও ঘৃণা, নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন

- Update Time : ১২:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১২৫ Time View
মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি : বাংলাদেশের ঢাকার অদূরের গাজীপুরে সাংবাদিক হত্যায় জাতীয় সাংবাদিক সংস্থাসহ ভোলা জেলার সর্বত্র তীব্র নিন্দার ঝড় ও দ্রুত বিচারের দাবি চলছে। বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত ৭ই আগস্ট, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায়- মেধাবী, প্রণোদ্দীপ্ত, নিরলস হাস্যমুখ, তারুন্যোজ্জ্বল, প্রথিতযশা, ন্যায়বাদী ও খ্যাতিমান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করার ঘটনায় সাংবাদিক সমাজ, গোটা দেশ ও সমগ্র বিশ্বে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। তিনি বাংলাদেশের প্রখ্যাত ও পরিপূর্ণ মেধা নির্ভর দৈনিক প্রতিদিনের কাগজ সহ একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকার গাজীপুরের প্রতিনিধি ছিলেন। তিনি সাংবাদিকতার জগতে অতি অল্প সময়ে প্রচুর সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবদানের রাজত্বে প্রবেশ করেছিলেন। বাংলাদেশের পুরো সত্যতা ভিত্তিক ও নির্ভিক সাংবাদিকতাকে ধ্বংস করার জন্য- ধ্বংসের প্রাথমিক এক্সপেরিমেন্ট হিসেবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে- আপামর বুদ্ধিদীপ্ত জনসাধারণ মনে করে। হত্যা ঘটনার দিন বিকেলেও প্রাণচঞ্চল সাংবাদিক তুহিন চাঁদাবাজির তাজা খবর প্রকাশ করে জীবনের সর্বশেষ পবিত্র রক্তবিন্দুও অন্যায়ের বিরুদ্ধে ব্যয় করেছিলেন। তুহিন হত্যার মাত্র একদিন আগেই থানার সামনে হামলার শিকার হন “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার ষ্ট্যাফ রিপোর্টার আনোয়ার হোসেন। একের পর এক ঘটনার এমন দুঃসাহসিক পুনরাবৃত্তি সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে স্পষ্ট করে তুলেছে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি সহ সংস্থার পক্ষ থেকে এই প্রকাশ্য সাংবাদিক হত্যাকান্ডের, অসুস্থ হত্যাকান্ডের, অনৈতিক হত্যাকান্ডের, বেআইনী হত্যাকান্ডের,
ঘৃণ্য হত্যাকান্ডের, বিচার বহির্ভূত হত্যাকান্ডের, নিন্দনীয় হত্যাকান্ডের, অন্যায়বাদী হত্যকান্ডের, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্নকারী হত্যাকান্ডের, কুৎসিত হত্যাকান্ডের, সুস্থতা বর্জিত হত্যাকান্ডের, অসভ্য হত্যাকান্ডের, রাজনৈতিক হত্যাকান্ডের, অমানবিক হত্যাকান্ডের, নির্মম হত্যাকান্ডের, নিষ্ঠুর হত্যাকান্ডের, নির্দয় হত্যাকান্ডের, নৈরাজ্যকর হত্যাকান্ডের, পাষন্ড হত্যাকান্ডের, অশোভনীয় হহত্যাকান্ডের, জঘন্য হত্যাকান্ডের, বর্বর হত্যাকান্ডের, পৈশাচিক হত্যাকান্ডের, অপ্রতিরোধ্য হত্যাকান্ডের, ষড়যন্ত্রমূলক হত্যাকান্ডের, নর ঘাতকীয় হত্যাকান্ডের, পূর্ব পরিকল্পিত হত্যাকান্ডের, কদাকার হত্যাকান্ডের নৈরাজ্যকর হত্যাকান্ডের, ওঁৎপাতা হত্যাকান্ডের, অসাংবিধানিক হত্যাকান্ডের, সন্ত্রাসী হত্যাকান্ডের, বিভীষিকাময় হত্যাকান্ডের, জনমনে ভীতি-আতঙ্ক তৈরির হত্যাকান্ডে ও নরপিশাচি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রে সংবাদকর্মীদের বা সাংবাদিকের গলা কেটে হত্যা প্রমাণ করে যে, আইনের শাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে; দেশের কোথায়ও আইন বলতে কিছুই নাই। এহেন সাংবাদিক হত্যার দায় সরকার যন্ত্রক কোনভাবেই এড়াতে পারে না।” সংস্থার পক্ষ থেকে অবিলম্বে খুনিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষে অফিস সেক্রেটারী শ্রদ্ধেয় জনাব মোঃ রাব্বি মোল্লার পাঠানো নিন্দা ও প্রতিবাদ বার্তা ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই সমগ্র ভোলা জেলায় সকল সাংবাদিক সংগঠন, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিটি, সাংবাদিক কমিটি, প্রেসক্লাব সমূহ গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সভা, সমাবেশ, গণযোগাযোগ, মানববন্ধন ও ঘৃণা-নিন্দা-ধিক্কার কর্মসূচী গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচীতে সাংবাদিক হত্যার উৎপত্তিস্থলের পুরো রহস্য, সাংবাদিক হত্যার অর্থ জোগানদাতাদেরকে ও সাংবাদিক খুনের বুদ্ধিদাতাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় সাজা প্রদানের দাবী জানানো হয়। ছবির খবরে- সাংবাদিক তুহিন, সাংবাদিক তুহিনের খুনী চক্র, হত্যাকান্ড চলমানকালের উপস্থিতি, সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন, তুহিন ও তুহিনের জানাজা।