০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
  সিনেমা দেখার জন্য  থিয়েটার  বাসায় আবদার

শাকিব-বুবলীর পুত্র শেহজাদ খান বীরের  সিনেমা দেখার জন্য  থিয়েটার  বাসায় আনার আবদার

বিনােদন ডেস্ক:
  • Update Time : ০৫:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ২৪৯ Time View

সরকার ডেস্ক: এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ছবিটি দেশের ১২৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’, পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘জংলি’। ঈদে একইসঙ্গে বাবা ও মায়ের সিনেমা মুক্তি পেয়েছে। তাই শাকিব-বুবলীর পুত্র শেহজাদ খান বীরের আবদারটা যেন অন্যরকম। এই তারকাপুত্র সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তার মা শবনম বুবলীকে বলেছেন। এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ছবিটি দেশের ১২৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে ঈদ উৎসবে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। শাকিব খান ও শবনম বুবলীর পুত্র শেহজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, তাঁদের ছেলে সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তাঁর মা শবনম বুবলীকে বলেছেন। ফেসবুকে তা প্রকাশ করেছেন।

সোফায় বসা শেহজাদ খানের কয়েকটি স্থিরচিত্র শবনম বুবলী ফেসবুকে পোস্ট করেছেন। একই সোফায় কয়েক দিন আগে শাকিব খানের সঙ্গে তাঁর বড় সন্তান আব্রাহাম খান জয়ের স্থিরচিত্রও দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র। শাকিবের বাসায় তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা–মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে,

শনিবার (৫ এপ্রিল) শবনম বুবলী সোফায় বসা শেহজাদ খান বীরের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। একই সোফায় কয়েক দিন আগে শাকিব খানের সঙ্গে তার বড় সন্তান আব্রাহাম খান জয়ের স্থিরচিত্রও দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র। শাকিবের বাসায় তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা-মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, ‘বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো…।’

Tag :

Please Share This Post in Your Social Media

One thought on “শাকিব-বুবলীর পুত্র শেহজাদ খান বীরের  সিনেমা দেখার জন্য  থিয়েটার  বাসায় আনার আবদার

  1. You really make it seem so easy with your presentation but I find this matter to be really something that I think I would never understand. It seems too complicated and extremely broad for me. I’m looking forward for your next post, I’ll try to get the hang of it!

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

  সিনেমা দেখার জন্য  থিয়েটার  বাসায় আবদার

শাকিব-বুবলীর পুত্র শেহজাদ খান বীরের  সিনেমা দেখার জন্য  থিয়েটার  বাসায় আনার আবদার

Update Time : ০৫:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সরকার ডেস্ক: এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ছবিটি দেশের ১২৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’, পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘জংলি’। ঈদে একইসঙ্গে বাবা ও মায়ের সিনেমা মুক্তি পেয়েছে। তাই শাকিব-বুবলীর পুত্র শেহজাদ খান বীরের আবদারটা যেন অন্যরকম। এই তারকাপুত্র সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তার মা শবনম বুবলীকে বলেছেন। এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ছবিটি দেশের ১২৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে ঈদ উৎসবে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। শাকিব খান ও শবনম বুবলীর পুত্র শেহজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, তাঁদের ছেলে সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তাঁর মা শবনম বুবলীকে বলেছেন। ফেসবুকে তা প্রকাশ করেছেন।

সোফায় বসা শেহজাদ খানের কয়েকটি স্থিরচিত্র শবনম বুবলী ফেসবুকে পোস্ট করেছেন। একই সোফায় কয়েক দিন আগে শাকিব খানের সঙ্গে তাঁর বড় সন্তান আব্রাহাম খান জয়ের স্থিরচিত্রও দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র। শাকিবের বাসায় তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা–মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে,

শনিবার (৫ এপ্রিল) শবনম বুবলী সোফায় বসা শেহজাদ খান বীরের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। একই সোফায় কয়েক দিন আগে শাকিব খানের সঙ্গে তার বড় সন্তান আব্রাহাম খান জয়ের স্থিরচিত্রও দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র। শাকিবের বাসায় তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা-মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, ‘বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো…।’