রায়পুরা চুলাই মদসহ দুইজনকে আটক পুলিশে দিলো জনতা

- Update Time : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১০০ Time View
রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ২০ প্যাকেট চুলাই মদসহ দুই জন মাদক কারবারীকে
আটক করে পুলিশে দিলো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুরা
ইউনিয়নাধীন হাসিমপুর বাজারে।
পুলিশ ও স্থানীয়রা জানান, য়,রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ফারুক হোসেন আলী মাদক নিরসনের লক্ষ নিয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটি
গঠন করে দিয়েছেন। ইতিমধ্যে এলাকার চুরি ছিনতাই,মাদক নিরসনের
লক্ষে স্থানীয়দের নিয়ে একাধীক অভিযান ও চালিয়েছেন।
এরই
ধারাহিকতাই গতকাল বৃহ্ধসঢ়;সপতিবার (আজ) সকাল আনুমানিক
হাসিমপুর বাজারে ঔ মদসহ শিবু রবিদাসকে আটক করে জনতা। তার
স্বীকারোক্তি অনুযায়ী ফরিদ মিয়াকে একই অভিযোগে আটক করে
পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে এস আই হাফিজুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত মদসহ আটককৃত
দুইজনকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার ফারুক হোসেন আলী
বলেন,রায়পুরা ইউনিয়নকে মাদক মুক্ত করার লক্ষে স্থানীয় লোকজনদের নিয়ে
একাধিক অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে ও অভিযান অব্যাহত থাকরে।