রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, দোকান উচ্ছেদসহ ১৫,৫০০/- টাকা জরিমানা
- Update Time : ০৭:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১০০ Time View

রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর বাজার ও রায়পুরা বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৫ টি মামলায় ০৫ জন অপরাধীকে সর্বমোট ১৫,৫০০/- (পনেরো হাজার পাঁচশত) টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়েছে। তাছাড়া ফুটপাত ও ব্রিজ দখল করে গড়ে ওঠা দোকানপাটগুলো অপসারণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করার সময়ে রায়পুরা বাজার কমিটির সভাপতি ফারুক মিয়া ও সাংবাদিক ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ ও রায়পুরা থানা-পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন এলাকায় টহল দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সার্বিক নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






























