রাজশাহী গোদাগাড়ী উপজেলায় ধানের শীষের প্রচারণায় কর্মী সভা ও চা-চক্র অনুষ্ঠিত
- Update Time : ০৭:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১২ Time View

স্টাফ রিপোর্টার : মো: আতিকুর রহমান : দেওপাড়া ইউনিয়নে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিননের পক্ষ থেকে প্রস্তুতি আলোচনা
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ও ৯ নং ওয়ার্ডের নিমতলা জিয়া পরিষদ, খাজিরাগাতি চকপাড়া এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারণা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫ ইং) দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল হাই (টুনু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
এসময় তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
চা-চক্র ও আলোচনা পর্বে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন স্যারের পক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























