০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফুফুকে ছুরিকাঘাতে হত্যা, ভাতিজা পলাতক

Reporter Name
- Update Time : ০৭:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২ Time View
সটাফ রিপোর্টার মোঃ নাসির উদ্দিন : রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহত আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে রকি (২২) মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতেন। ঘটনার দিন তিনি ফুফুর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আফি খাতুনের মৃত্যু হয়।
আশপাশের লোকজন রকিকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়। নিহত আফি খাতুন জীবিকা নির্বাহের জন্য অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে।
পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :