পঞ্চগড়ে টানা ৯ দিনের সরকারি ছুটি শেষ করে গতকাল রবিবার খুলেছে সকল অফিস
পঞ্চগড়ে টানা ৯ দিনের সরকারি ছুটি শেষ করে গতকাল রবিবার খুলেছে সকল অফিস

- Update Time : ০১:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১০০ Time View
পঞ্চগড় প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষ করে গত রবিবার থেকে খুলছে সব সরকারি,আধা সরকারি,স্বায়ত্ত শাসিত,আধা স্বায়ত্ত শাসিত অফিস।ঈদের আগে ২৭ মার্চ(বৃহস্পতিবার)ছিল এসব অফিসের কর্মকর্তা -কর্মচারীদের শেষ কর্মদিবস।
২৮ মার্চ থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি।এর আগে গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে গত 3 এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।এজন্য টানা ৯ দিনের ছুটি মেলে।চাঁদ দেখার উপর নির্ভর করে গত 31 মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়।
আগে এছুটি ছিল ৩দিন। ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন।প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ এবং ঈদের পরের দুই দিন ১ও ২ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষনা করায় সরকারি চাকুরি জীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন।কারন 3 এপ্রিলের পরের দুই দিন ৪ও ৫ এপ্রিল(শুক্রবার ও শনিবার )সাপ্তাহিক বন্ধ।সব মিলে টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকুরিজীবীরা।