০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদী ডায়াবেটিক সমিতি
নরসিংদী ডায়াবেটিক সমিতির সহসভাপতি আবু সালেহ্ চৌধুরী, সম্পাদক নূরুল আমিন

রেজাউল করিম
- Update Time : ০২:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১১২ Time View
নরসিংদী প্রতিনিধি( জেলা প্রতিনিধি নরসিংদী) : নরসিংদী ডায়াবেটিক সমিতির সহসভাপতি আবু সালেহ্ চৌধুরী, সম্পাদক নূরুল আমিন ।নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিন বছরের জন্য সহসভাপতি পদে আবু সালেহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. নূরুল আমিন নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তাদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এর আগে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩টি সহসভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, ২টি যুগ্ম সম্পাদক পদে ৪ জন এবং কার্যনির্বাহী সদস্যের ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২১৬ জন ভোটারের মধ্যে ১৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সহসভাপতি পদে যথাক্রমে আবু সালেহ্ চৌধুরী ১০০ ভোট, চৌধুরী মো. ইয়াহিয়া ৯২ ভোট ও পরেশ সূত্রধর ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে মো. নূরুল আমিন ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. নাজমুল হক ভূঁইয়া ১০৩ ভোট এবং মলয় কুমার বর্মন ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন- বীর মুক্তিযোদ্ধা এম.এ বাসার বাচ্চু (১১১ ভোট), মো. কাজিম উদ্দিন (১০৭), স্বপন কুমার সাহা (১০৩), মো. আ. বাছেদ মিয়া (১০০), মো. রাসেল বিন হাসানাত (৯৭), সলিমুল্লাহ ভূঁইয়া (৯৩), মো. আজহার উদ্দিন (৮৯), মো. মাসুদুর রহমান মাসুদ (৮৯) ও শংকর লাল সাহা (৮৮)।
সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে দুলাল মোল্লা ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম।
Tag :