নরসিংদীর বেলাবতে ১০কেজি গাজাসহ ২ যুবক গ্ৰেফতার

- Update Time : ০১:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ১২৪ Time View
আবুনাঈম রিপন:নরসিংদী: নরসিংদীর বেলাব থানার অফিসার ইনচার্জ, মীর মাহবুবুর রহমান এর,দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ ফজলুল হক, সংগীয় ফোর্সসহ ১৯-০৭-২০২৫ইং বেলাব থানা কর্তৃক কিলো-৬ পার্টি সন্ধ্যা ১৯.৩০ টার সময় বেলাব থানাধীন বারৈচা সাকিনস্থ বারৈচা বাসষ্ট্যান্ডের লাবীবা বাস কাউন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে ধৃত আসামী ১। মোঃ ওমর ফারুক (৩৩), পিতা-মোঃ জামাল হোসেন, মাতা-কহিনুর বেগম, সাং-ফুলহরা, ২। মোঃ মিজান মিয়া (২৮) পিতা-সিরাজুল হক, মাতা-রহিমা বেগম, সাং-জনাদ্দনপুর, উভয় থানা-লাকসাম, জেলা-কুমিল্লা দ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত হতে উদ্ধারকৃত আলামত
১০ (দশ) কেজি গাঁজা, মোট মূল্য অনুমান ৩,০০,০০০/-(তিনলক্ষ) টাকা সহ গ্রেফতার করেন। ওসি জানান, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে বেলাব থানার মামলা নং-২৪, তাং-১৯-০৭-২৫ইং রুজু করা হয়েছে ।