০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে যৌথবাহিনীর জালে একাধিক অ/স্ত্র ও হ/ত্যা মামলার আসামী মোঃ সোহেল মিয়া:বিপুল অ/স্ত্র ও গোলাবা;রুদ উদ্ধার”

Reporter Name
- Update Time : ০৭:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৬৭ Time View

রেজাউল করিম ,জেলাপ্রতিনিধী নরসিংদী : ২১ জুলাই ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৫ ঘটিকায় শ্রীনগর,সায়েদাবাদ (চর), রায়পুরা, নরসিংদীতে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপ নামে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা যায় পূর্বে তারা আওয়ামী লীগপ/ন্থী ছিল, বর্তমানে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার চেষ্টায় নিয়োজিত ছিল এবং নিজেদের প্রভাব বিস্তারের জন্য তারা সং/ঘর্ষে লিপ্ত হয়। উক্ত সংঘর্ষে ০১ জন মহিলা গু/লিবি/দ্ধ হয়ে নি/হত এবং ১০-১২ জন আহত হওয়ার তথ্য স্থানীয় প্রশাসন প্রদান করে।
র/ক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নরসিংদী আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬ ই বেংগল এর নরসিংদী আর্মি ক্যাম্পের পেট্রল কমান্ডার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে সংঘর্ষের দিন বিকাল ৪.০০ ঘটিকায় সাড়াসী অভিযান শ্রীনগর (চর)এলাকার পরিচালিত হয়। এসময় মেজর ইব্রাহিম ও তার দলের সাহসিকতায় একাধীক হ/ত্যা ও অ/স্ত্র মামলার আসামী মোঃ সোহেলকে আটক করা হয়।
অভিযানে আটক মোঃ সোহেলের স্বীকারোক্তি মতে তার হেফাজতে থাকা (১) ১× সিঙ্গেল ব্যারেল দেশীয় বন্দুক (২) ৪× দেশীয় তৈরি একনলা বন্দুক (৩) ২× ম্যাগাজিন (সিলভার রঙের; একটি তে N-7110, অন্যটিতে N-011 লেখা) (৪) ৩০ রাউন্ড পিস্তলের গুলি (৫) ৪ রাউন্ড রাইফেলের গুলি (৬) ১২টি ১২ বোর শটগানের লেড কার্টিজ (৭) ১× মোটরসাইকেল (৮) ৩× মোবাইল ফোন সামগ্রী উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর তথ্য সুত্রে জানা যায়, উপরোল্লেখিত তারিখে মোঃ সোহেল এরশাদ গ্রুপের হয়ে শ্রীনগর, সায়েদাবাদ বাজারে ঘটে যাওয়া সংঘর্সে লিপ্ত ছিল।এবং পুর্বে মোঃ সোহেলের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি হ/ত্যা এবং ২টি অ/স্ত্র আইনের মামলা রয়েছে।
উক্ত অভিযান পরিচালনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬ ই বেংগল এর মেজর ইব্রাহিমের নেতৃত্বে ৪৪ জন জোয়ান, পুলিশ সুপার নরসিংদী মোঃ হান্নান এর নির্দেশনায় সিনিয়র এএসপি,রায়পুরা সার্কেল এর নেতৃত্বে ৬০ জন পুলিশ, সিনিয়র এএসপি জুয়েল,নরসিংদী ক্যাম্প, র্যাব-১১ এর নেতৃত্বে ২৭ জন চৌকস সদস্য ও মোঃ মাসুদুর রহমান রুবেল,নির্বাহী ম্যাজিস্ট্রেট, রায়পুরা উপজেলা, নরসিংদী।
আটককৃত স/ন্ত্রাসী ও উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য জেলা পুলিশ নরসিংদীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায় ।
ও দৈনিক আজকের খোঁজ খবর পত্রিকা।
Tag :