১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের র্যালী ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৫:৩১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১০৫ Time View

রেজাউল করিম জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
আলোচনা সভা ও র্যালীতে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) সুজন চন্দ্র সরকার, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সামছুল আলম, এবিএম আজরাফ টিপু, মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, পরিদর্শক ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিগণ। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag :