০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বিসিবির অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০১:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ১৫৭ Time View

রেজাউল করিম জেলা ,প্রতিনিদী নরসিংদী : বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে নরসিংদীতে অনুষ্ঠিত হলো “অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল”। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতা ১৯শে জুলাই শনিবার সকালে অনুষ্ঠিত হয় এবং ছোট খেলোয়াড়দের অংশগ্রহণে এটি দারুণ প্রাণবন্ত হয়ে ওঠে।

কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ শামসুজ্জামান। নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট অপারেশন্স কমিটির আহ্বায়ক জাহিদুল কবির ভূইয়া শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের অনূর্ধ্ব-১২ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালে সাটিরপাড়া কালি কুলার উচ্চ বিদ্যালয় নরসিংদী ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, ক্রিকেট উপ-কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিরা, আম্পায়ার, খেলোয়াড়দের অভিভাবক এবং স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।
Tag :

























