নরসিংদীতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

- Update Time : ০৫:০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৬৩ Time View
বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নরসিংদী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে নরসিংদী জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দদের আয়োজনে চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ জুলহাস উদ্দীন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন
পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিভিন্ন ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সাধারণ সভায় উপস্থিত বক্তারা, জেলায় আলতাফ হোসেন (ওরফে বড় আলতাফ) কিছু অসাধু ব্যক্তি দ্বারা গঠিত কমিটি কে নিন্দা জানিয়ে সেগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ।