০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রিয় কনট্রেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার অভিযোগ
Reporter Name
- Update Time : ০৩:৩৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৩৭ Time View

বিশেষ প্রতিনিধি:জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানান, ২০১৬ সাল থেকে টানা নয় বছর ধরে তিনি দর্শকদের ভালোবাসা ও সমর্থন পেয়ে এই অবস্থানে পৌঁছেছেন। তিনি দাবি করেন, এতদিনে তার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই; বরং যেকোনো কনটেন্ট ক্রিয়েটর তাকে ডাকলে তিনি সব সময় সহযোগিতা করেছেন।
রিপন মিয়ার ভাষ্য অনুযায়ী, জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রতি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়। কেউ কেউ তার পেজ হ্যাকের চেষ্টা চালায়, আবার কেউ টেলিভিশন সাক্ষাৎকার না দিলে প্রাণনাশের হুমকিও দেয়।
তিনি আরও জানান, সোমবার ঢাকায় অবস্থানরত কয়েকজন টেলিভিশন সাংবাদিক কোনো অনুমতি ছাড়াই তার বাড়িতে প্রবেশ করেন। তারা দূর থেকে ক্যামেরা রেখে তার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং নানা উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও সাংবাদিকরা অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন।
রিপন মিয়া বলেন, তিনি কখনোই তার পরিবারকে প্রচারের জন্য ব্যবহার করেননি বা ফেসবুকে দেখিয়ে অর্থ আয়ের চেষ্টা করেননি। নিজের ও পরিবারের শিক্ষাগত সীমাবদ্ধতার কথাও স্বীকার করে তিনি বলেন, “আমাদের কেউই মিডিয়ার মানুষ নই। আমি নিজেও অশিক্ষিত, তাই পরিবারকে কখনো ক্যামেরার সামনে আনিনি।”
টিভি চ্যানেলের নাম প্রকাশ না করে রিপন মিয়া জানান, কারও সম্মান নষ্ট করা তার উদ্দেশ্য নয়। তবে তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের বিবেকের কাছে প্রশ্ন রেখে বলেন, “এভাবে কারও পরিবারের গোপনীয়তা ভঙ্গ করে যদি আপনারা অর্থ উপার্জন করেন, তাহলে অন্তত একবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন—এই আয় কতটা ন্যায়সঙ্গত?”
শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন।”
Tag :

























