চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইলো বাংলাদেশ
- Update Time : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১১৭ Time View
মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি : এবার বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বপূর্ণ এই দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, তাদের সরকার চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে নানা উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে শ্রীলঙ্কার পার্লামেন্ট একটি নতুন আইন অনুমোদন করেছে, যা অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুততর করবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা চুরি হয়ে যাওয়া বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফেরত আনার প্রচেষ্টায় শ্রীলঙ্কার সহায়তা চান।




























