চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২ গোলে জয় শিবগঞ্জের

- Update Time : ০৪:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১১ Time View
মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে (নতুন) বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। জেলা প্রশাসক মো. আব্দুম সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রেজাউল করিম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার। টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা থেকে ৫টি দল ও পৌরসভার ১টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।
খেলায় ২-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দলকে হারিয়েছে জয়লাভ করে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।