০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

কালীগঞ্জে গণপিটুনিতে গরুচোর ‘সন্দেহে’ নিহত ১, আহত ৩

Reporter Name
  • Update Time : ০২:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৮৭ Time View

বিশেষ প্রতিনিধি -সাব্বির : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যুবক। মঙ্গলবার ভোরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শান্ত (২০)। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮), এবং তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার আনিল চন্দ্রের ছেলে আব্দুল্লাহ (২৭), যিনি সম্প্রতি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার (৫০) গোয়াল ঘরে একটি চোরচক্র হানা দেয়। গোয়াল ঘরে শব্দ পেয়ে শামসুদ্দিন মোল্লা তাদের দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ও গ্রামবাসীদের সহায়তায় চোরদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলা হয়। উত্তেজিত জনতা এরপর তাদের উপর গণপিটুনি চালায়। এই গণপিটুনিতে শান্ত ঘটনাস্থলেই মারা যান।
আহত তিনজনকে সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিজেদের হেফাজতে নেয়। সকাল সাড়ে ৯টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শান্তর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
শামসুদ্দিন মোল্লা জানান, “কয়েকদিন আগে আমার একটি গরু চুরি হয়েছিল। এরপর থেকে আমি নিজেই রাত জেগে পাহারা দিচ্ছিলাম। ভোরে চোরেরা আমার গোয়াল ঘরে ঢুকলে আমি চিৎকার করে সবাইকে ডাকি। গ্রামবাসী চারজনকে আটকায় এবং উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়।”
কর্তৃপক্ষের বক্তব্য
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ চারজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গরু চুরির অভিযোগে চারজনকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

কালীগঞ্জে গণপিটুনিতে গরুচোর ‘সন্দেহে’ নিহত ১, আহত ৩

Update Time : ০২:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিশেষ প্রতিনিধি -সাব্বির : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যুবক। মঙ্গলবার ভোরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শান্ত (২০)। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন মোক্তারপুর ইউনিয়নের বড়হরা (বড্ডা) এলাকার মৃত হাফিজুল্লাহর ছেলে রিফাত (১৯), বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার মৃত ইসমাইলের ছেলে রুবেল (২৮), এবং তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা এলাকার আনিল চন্দ্রের ছেলে আব্দুল্লাহ (২৭), যিনি সম্প্রতি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার (৫০) গোয়াল ঘরে একটি চোরচক্র হানা দেয়। গোয়াল ঘরে শব্দ পেয়ে শামসুদ্দিন মোল্লা তাদের দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ও গ্রামবাসীদের সহায়তায় চোরদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলা হয়। উত্তেজিত জনতা এরপর তাদের উপর গণপিটুনি চালায়। এই গণপিটুনিতে শান্ত ঘটনাস্থলেই মারা যান।
আহত তিনজনকে সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিজেদের হেফাজতে নেয়। সকাল সাড়ে ৯টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শান্তর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
শামসুদ্দিন মোল্লা জানান, “কয়েকদিন আগে আমার একটি গরু চুরি হয়েছিল। এরপর থেকে আমি নিজেই রাত জেগে পাহারা দিচ্ছিলাম। ভোরে চোরেরা আমার গোয়াল ঘরে ঢুকলে আমি চিৎকার করে সবাইকে ডাকি। গ্রামবাসী চারজনকে আটকায় এবং উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়।”
কর্তৃপক্ষের বক্তব্য
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ চারজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গরু চুরির অভিযোগে চারজনকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”